শ্রীনগর ইউনিয়ন ভুমি অফিসে স্বাগত। শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসটি রায়পুরা থানার নিকটে অবস্থিত। ভুমি সংক্রান্ত সকল পরামর্শ, কার্যাবলীর জন্য ইউনিয়ন ভুমি অফিস এ আসুন সেবা নিন ভাল থাকুন।
১। ভূমি উন্নয়ন কর সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে প্রদান করে আপনার দাখিলা বুঝে নিন।
২। নামজারী ও জমাখরিজের জন্য আপনার আবেদন সরাসরি উপজেলা ভূমি অফিসে জমা দিন।
.
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের সময় সীমা |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
০১ |
ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি) আদায় |
০১ জুলাই হতে ৩০ জুন (এক আর্থিক বছর) |
সরকার কর্তৃক নির্ধারিত নীতি মালা অনুসারে। |
ইউনিয়ন ভূমি অফিস (সংশিস্নষ্ট) |
০২ |
পেরী-ফেরী ভূক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন। |
অনুর্ধ্ব ১৫ দিন
|
প্রকৃত ব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে সরকার কর্তৃক নির্ধারিত হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়। |
ইউনিয়ন ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস
|
০৩ |
অর্পিত সম্পত্তির নবায়ন |
অনুর্ধ্ব ১৫ দিন |
ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে লীজের শর্তভঙ্গ না করলে সরকারী নীতি মালার আলোকে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়। |
ইউনিয়ন ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস
|
..
খ তফসিলভুক্ত জমি নামজারী ও জমাখারিজ করে নিন। অন্যথায় সরকার নির্ধারিত তারিখের পরে খাস করে নিবে।
..
১. খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান।
..
শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস,
রায়পুরা, নরসিংদী
মোবাইল: ০১৭৬২৬৮৭১২৯
ইমেইল: ulaorsreenagar.raipura@gmail.com
১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস